নারায়নগঞ্জ প্রতিনিধি: জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের কাইনলি ভিটা সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালের প্রথম দিন সোমবার সকালে বিতরন উৎসবে বিদ্যালয়ের সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব মো: হোসাইন মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরন করেন। বিতরনকালে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষিকা মোসা: তাছলিমা আক্তার এবং স্থানীয় এলাকার সমাজ সেবক মো: মোক্তার হোসেন, মো: কালাম মিয়া, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আজিজুল ইসলাম তন্ময় ও সাংবাদিক মো: আলমগীর ভূঁইয়া সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিবাবক অতিথিদের হাত থেকে নতুন বই গ্রহন করেন।