ঢাকা: পল্টন থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর তিন মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আজ আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
এর আগে গত ৭ জুলাই এ মামলাগুলোতে রিজভীকে জামিন দেন হাইকোর্ট।
অপরদিকে পাপিয়াকে তিন মামলায় হাইকোর্ট একই মাসে জামিন দেন।
দুই জনের এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে জামিন আদেশ বহাল রাখেন।
চলতি বছরের ১৯ জানুয়ারি রিজভীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে পুলিশ। অপরদিকে ৩ ফেব্রুয়ারি ও ৩ মার্চ পাপিয়ার বিরুদ্ধে পল্টন থানায় তিনটি মামলা করে পুলিশ।