আব্দুল কুদ্দুস তালুকদার – গত বুধবার ১১ টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নিমগাছি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মত মেধাবী নেত্রী নির্বাচন অনুষ্ঠিত হয় দশম শ্রেনীর ছাত্র – ছাত্রীদের সরাসরি গোপন ভোটে তাদের ক্লাস রুমে। এতে সিইসি হিসাবে দায়িত্ব পালন করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক কে এম ইউনুস রবিন। নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরেন্দ্র নাথ, সুমন আহমেদ ও মানিকুজ্জামান। মোট ভোটার উপস্থিত ছিলেন ৮৩ জন। সবাই ভোট দেন। তবে ২ ভোট বাতিল হয়। এতে ৫৫ ভোট পেয়ে মেধাবী নেত্রী নির্বাচিত হন অন্বেষা কামাল অর্পি। তার রোল নং ৪। এছাড়া অংশগ্রহনকারী উম্মে হাবিবা টুম্পা পান ১৫ ভোট, তার রোল নং ২ এবং নুরে জান্নাত জেরী পান ১১ ভোট। তার রোল নং ২০। বিধি মোতাবেক বার্ষিক ১২০০০ টাকা বৃত্তি পাবেন প্রতি মাসে ১০০০ টাকা হিসাবে বিজয়ী নেত্রী অর্পি, যা দেয়া হবে প্রস্তাবিত এ কিউ তালুকদার ট্রাস্টের সৌজন্যে। বর্তমান মাস অবধি হিসাবে ৫০০০ টাকা নগদ প্রদান করেন তাৎক্ষনিক, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য টিচারগন বিজয়ী নেত্রীর হাতে। উল্লেখ্য, ২০২২ সালে নেত্রী নির্বাচিত হন পুল্লার ভূট্টো সরকারের মেয়ে ভাবনা সরকার এবং ২০২৩ সালে হন নিমগাছির নিরঞ্জন পোদ্দারের মেয়ে অনন্যা পোদ্দার।

Exif_JPEG_420