ঢাকা: আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিশু রাজন হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, চার্জ দাখিলের পর এ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত পলাতক কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনায় আর কোনো আইনগত বাধা থাকবে না। একইসঙ্গে বিচার প্রক্রিয়া শুরু করতেও সমস্যা হবে না।