স্পোর্টস :ক্রীড়াঙ্গনে বিশেষ আবদানের জন্য ছয়জনকে ‘শেখ কামাল স্বর্ণপদক’ দেওয়া হবে।
বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে বুধবার বিকেল চারটায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্মৃতিচারণা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পদক তুলে দেবেন।
পদকপ্রাপ্তরা হলেন পৃষ্ঠপোষক কাজি আনিস আহমেদ, সেরা সংগঠক নাজমুল হাসান পাপন, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি মরহুম শামসুল ইসলাম খান, সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সেরা ফুটবলার মামুনুল ইসলাম এবং সেরা হকি খেলোযাড় অসীম কুমার গোপ।