অার্ন্জাতিক ডেস্ক : বিমানে ইঁদুর থাকার কারণে গন্তব্যে রওনা দিয়েও মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান। খবর ডেইলি মেইলের।
বৃহস্পতিবার প্রায় ২০০ যাত্রী নিয়ে দিল্লি থেকে ইতালির মিলানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১২৩ বিমানটি।
প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি যখন পাকিস্তানের আকাশে তখন বিমানের কয়েকজন কর্মী ও যাত্রীর নজরে পড়ে একটি ইঁদুর। বিমানের কেবিনে ঘোরাফেরা করতে দেখা যায় ইঁদুরটি। আর সেই ইঁদুরই অবতরণে বাধ্য করল বিমানটিকে।
নিয়মানুসারে, বিমানে কোন ইঁদুর পাওয়া গেলে বিমানকে অবিলম্বে অবতরণ করাতে হয়। বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনতেও একটা সমস্যা দেখা দেয়। মিলান পর্যন্ত ওড়ার জন্য যথেষ্ট জ্বালানি ছিল বিমানটিতে। নিরাপদ অবতরণের জন্য অনেকটা জ্বালানি ফেলে দিতে হয়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ইঁদুর থাকার সন্দেহে বৃহস্পতিবার দিল্লি থেকে মিলানগামী বিমানটি ফিরিয়ে আনা হয়। যদিও ইঁদুর ছিল কিনা তা নিশ্চিত নয়। কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমানটিকে ফিরিয়ে আনা হয়।