ঢাকা : যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ব্যক্তিগত তথ্যসহ বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চান।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ ইমরান সরকারের বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছেন। আমি তার বিস্তারিত সংগ্রহ করে আদালতে উপস্থাপন করবো। এরপর আদালত এ বিচার নিয়ে ইমরান সরকারের বিভিন্ন সময়ে উক্তি, মন্তব্য এবং বিচারের দাবির বিষয়ে জানতে চাইবেন।
২০১৩ সালে ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে ওইদিন রাজধানীর শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। যার মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার।