প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব গণমাধ্যম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না তাদের সরকারি সুযোগ সুবিধা দেয়া হবে না। এছাড়া, তিনি পত্রিকার মালিক, সম্পাদক ও সমাজের দানশীল ব্যক্তিদের সাংবাদিক কল্যাণ তহবিলে অনুদান দেয়ারও আহ্বান জানান।গতকাল বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ তহবিলের মাধ্যমে দুঃস্থ ও অসুস্থ সাংবাদিকদের অর্থ সহায়তা প্রদানের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।তিনি বলেন, যেসব গণমাধ্যম ওয়েজবোর্ড বাস্তবায়ন করছে না তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ থাকবে। তাই পত্রিকা মালিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।এসময় ১৭৭ সাংবাদিকের হাতে ৫০ থেকে ২ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অনেক পত্রিকা ও মিডিয়ার মালিক আছেন যারা বেশ অর্থ সম্পদের অধিকারী। তারা বিভিন্ন জায়গায় অনুদান দিয়ে থাকেন। যেহেতু সাংবাদিকদের কল্যাণে এই ট্রাস্ট গঠন করা হয়েছে, তাই আমি মিডিয়ার মালিক সাংবাদিক ও বিশিষ্ট জনদের আহ্বান জানাচ্ছি কল্যাণ তহবিলে অনুদান দেয়ার উদ্যোগ নিতে।’অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক এম শাহজাহান মিয়া, ডিইউজে সাবেক সভাপতি ওমর ফারুক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।