আহসান হাবীব (দিনাজপুর) প্রতিনিধি সৈয়দপুরসহ আশপাশের এলাকার জেঁকে বসেছে শীত। শীতের দাপটে কাবু হলে পড়েছে সব বয়সী মানুষজন। বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার গত শুক্রবার গভীর রাতে হাঁড় কাঁপানো শীতে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করেন। ওই দিন রাতে তিনি শহরের বাসটার্মিনাল, শহীদ ডা. শামসুল হক রোড, শহীদ ডা. জিকরুল হক রোড, শেরে বাংলা সড়ক (সিনেমা রোড)সহ বিভিন্ন এলাকায় শতাধিক শীতার্তের গায়ে শীতের কম্বল জড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভা কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, সাবেক কাউন্সিলর ও আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আমিনুল ইসলাম সরদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাবলু, সৈয়দপুর মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী, ওলামা দল নেতা মাওলানা কাজী সাইদুর রহমান প্রমুখ। এ বিষয়ে সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, শীতার্তদের পাশে দাড়ানো আমার নৈতিক দায়িত্ব। কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়াই সর্বস্তরের শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব অর্থায়নে কেনা ও অন্যান্যদের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এসময় তিনি অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, এর আগে তিনি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য পৌর কাউন্সিলরদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।