সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা সাব রেজিষ্ট্রি অফিসে জমি দলিল করতে এসে দলিল গ্রহিতার ৬ লক্ষ টাকা লুট হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে। অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা গেছে, হাটিকুমরুল ইউপির চড়িয়া শিকার উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ সরকার (৫৫) জমি রেজিষ্ট্রি করতে এসে উল্লেখিত সময়ে সাব রেজিষ্ট্রি অফিস এরিয়ায় ঢুকলে এলাকার বাসুদেবকোল দক্ষিন পাড়া গ্রামের সন্ত্রাসী ওমর ফারুক, আব্দুস সাত্তার সহ অজ্ঞাতনামা ৩-৪ জন অতর্কিতভাবে আব্দুল লতিফকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তার হাতে থাকা চামড়ার হাত ব্যাগের ভিতরে রাখা ৬ লক্ষ টাকা ব্যাগ সহ ছিনিয়ে নিয়ে যায়। এ সময়ে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলেও সন্ত্রাসীদের আটক করা সম্ভব হয়নি। ওমর ফারুক একজন চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামী বলে এলাকাবাসী জানায়। সলঙ্গা থানার এসআই নওজেশ আলী জানান, এ বিষয়ে আমার কাছে একটা অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।