রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ মিঞা আর নেই। পরিবার সূত্রে জানাযায়, গতকাল রবিবার দিবাগত রাত দেড়’টার সময় তাহার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়ে ছিলো ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও কানাডা প্রবাসী এক মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর রৌহা মাদ্রাসায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের এ.এস.আই(শসস্ত্র) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়ার পরে জানাজা শেষে মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
