রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ ভোটারের উপস্থিতি কম থাকলেও নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকে ইমরুল হোসেন তালুকদার ইমন ৭৯,৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধি শোভন সরকার (আনারস) প্রতীক পান ২৬,১৫৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে নিষ্কৃতি রানী দাস ৫৫,৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি সিলিং ফ্যান প্রতীকে মোছাঃ পরি খাতুন পান ৩০,৩৭০ ভোট এবং পুরুষ ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীকে রেজাউল করিম বাচ্চু ২৩,৪০৩ ভোট পেয়ে নির্বািচত হন। তার নিকটতম প্রতিদন্ধি তালা প্রতীকে মোঃ আব্দুর রউফ সরকার বকুল পান ২২,৯৩৩ ভোট। প্রতিদন্ধি প্রার্থী গোলাম হোসেন শোভন সরকার (আনারস) কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখান করেছেন। #