স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে রোকসানা খাতুন (২২) নামের এক শারিরিক প্রতিবন্ধী যুবতীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মুখে এসিড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরীয়া দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা ওই গ্রামের মৃত তয়জাল উদ্দিনের মেয়ে।
বিষয়টি তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সুত্রে জানাগেছে, ওই রাতে প্রতিবন্ধী রোকসানা খাতুন তার ঘরে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে তার আরেক প্রতিবন্ধী ভাই দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ করা হয়েছে। পরে প্রতিবেশীরা ও তাদের উদ্ধার করে দেখে রোকসানার রক্তাক্ত দেহ পড়ে আছে। তাছাড়া তার মুখে ও শরীরে এসিড জাতীয় দাহ্য পর্দাথ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ধর্ষণের পর আলামত নষ্ট করতে লাশ পুড়িয়ে দেয়া হয়েছে।
সকালে বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা ঘটনাস্থলে পৌছে পরিদর্শন শেষে তিনি সংবাদকর্মীদের জানান, ওই প্রতিবন্ধীর চার ভাইয়ের মধ্যে তিন ভাই অন্যত্র আলাদা সংসার করছেন। শুধুমাত্র প্রতিবন্ধী রোকসানা ও তার ভাই রেজাউল ওই বাড়িতে বসবাস করতেন। এদিকে, সকাল ৯টার দিকে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে জানান, লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে। থানায় পৌছে এ ব্যাপারে মামলা হবে। উল্লেখ্য, চলতি বছরে তাড়াশ উপজেলায় বেশ কয়েকটি প্রতিবন্ধী নির্যাতনের ঘটনা ঘটেছে। তবে কোনটারই বিচার বা প্রতিকার হয়নি। ।