সোহেল রানা সোহাগ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ জাতীয়করণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গত শনিবার সকালে বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ এর আয়োজনে কলেজ কর্তৃপক্ষ,শিক্ষার্থী ও বারুহাস ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিশাল আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাস হতে বের হয়। পরে বিনোদপুর বাজার ঘুরে আবার কলেজ প্রাঙ্গনে গিয়ে মিছিল শেষ করে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অনেক বাধা পেরিয়ে কলেজটিকে জাতীয়করণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. হোসেন মনসুরকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীসহ সবাই মিষ্টি মুখ করেন। সভায় শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.আব্দুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা,সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব ইসহাক তালুকদারের সন্তান ইমন তালুকদার প্রমুখ ।