আব্দুল বারী খন্দকার : তাড়াশ উপজেলার তালম, মাধাইনগর ও দেশীগ্রাম ইউনিয়নে ভাদ্রেই যেন হেমন্তের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে এ যেন হেমন্ত কাল। ভাদ্র মাসেই শুরু হয়েছে আউশ ধান কাটা। তবে এ বছর বাম্পার ফলন হলেও আশানুরুপ দাম না পেয়ে কৃষক আশাহত। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছর ৩০০০ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদের লক্ষমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৩৪০০ হেক্টর। গত বছর বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় এবছর লক্ষ মাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। কিন্তু ফলন ভাল হলেও আশানুরুপ দাম না পাওয়ায় হতাশ কৃষক। মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, ৬ বিঘা জমিতে আউশ ধানের আবাদ করেছেন। ইতিমধ্যে ধান কেটেছেন। বিঘা প্রতি ১৫ মণ হারে ধান পেলেও দাম ভাল না পাওয়ায় খুব বেশি লাভ করতে পারেননি। গত বছর কাঁচা ভিজে ধান ৯৫০ টাকা মণ বিক্রি করলেও এ বছর তা বিক্রি করেছেন ৬০০ টাকা মণ। তার মত অনেকেই ভাল ফলন পেলেও দাম না পেয়ে হতাশ হয়েছেন।
