চলনবিলবার্তা ডেস্ক: চলনবিলস্থ তাড়াশের তালম ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার কুন্দাশন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে তালম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৪,সিরাজগঞ্জ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান, জেলা কমিটির সদস্য জ্ঞানেন্দ্রনাথ মাহাতো, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান, উপজেলা আ’লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য নওজেশ আলী মোল্লা, ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুল আজিজ তালুকদার ও ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তালম ইউনিয়নের জেএসসি ও এসএসসি পাস কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।