চলনবিলবার্তা ডেস্ক : জেলার স্বনামধন্য এনজিও পরিবর্তন কর্তৃক আজ ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার সকাল ১১টায় তাড়াশ উপজেলার ২৩ জন নারী- পুরুষ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে আয়বর্ধক ও সহায়ক উপকরণ বিতরণ করা হবে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক অনুদানে উক্ত সহায়তা দেওয়া হচ্ছে। এ উপলক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরী তাড়াশ এর হলরুমে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন ও সিরাজগঞ্জ জেলা প্রতিবন্ধী পূনর্বাসন কর্মকর্তা ফারজানা তাজ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিবর্তন সংস্থার সভাপতি মো. আব্দুল গফুর।উল্লেখ, পরিবর্তন বিগত প্রায় কুড়ি বছর যাবত সিরাজগঞ্জ জেলায় প্রতিবন্ধীদের সাথে কাজ করে যাচ্ছে।
