ভাঙ্গুড়া প্রতিনিধি ঃ পাবনার ভাঙ্গুড়ায় ওমর ফারুক (২৮) নামের এক পাষন্ড পিতা গলাটিপে হত্যা করলো জান্নাতি নামের ৯ মাসের এক কন্যা সন্তানকে। হত্যার পর সন্তানের লাশ ফেলে দেয় বাড়ির পাশের ডোবার পানিতে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার প্রত্যন্ত দিলপাশার ইউনিয়নের দিলপাশার গ্রামে নির্মম এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসি পাষন্ড পিতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০ টার দিকে ডোবার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ও ঘাতক পিতাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওমর ফারুকের সাথে তার স্ত্রী আকলিমা মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী আকলিমা মেয়ে জান্নাতিকে বাড়িতে রেখে প্রতিবেশির বাড়িতে যান। এমন সময় পাষান্ড পিতা মেয়ে জন্নাতিকে গলাটিপে হত্যা করে বাড়ির পাশের ডোবার কচুরিপানার মধ্যে লাশ ফেলে দেয়। কিছু সময় পরে আকলিমা বাড়িতে এসে মেয়েকে না দেখে কান্না শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবার কচুরিপানার মধ্যে মেলে শিশু সন্তানটির মরদেহ। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।