রাশিদুল হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে সাবেক ডাক-তার ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল রবিবার দিনব্যাপী ধানগড়া দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আলমাজি জিন্নাহ। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, ১ মিনিট নিরবতা পালন, শোক র্যালী, কোরআন তেলোয়াত ও আলোচনা সভা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজদ হৃদয়ের সঞ্চালনায় মোহাম্মদ নাসিমের দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোকপাত করে আলোচনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার, মোঃ সাইদুল ইসলাম চান, রায়গঞ্জ পৌর মেয়র মোঃ আব্দুল্লাহ আল-পাঠন, সহ-সভাপতি ফেরদৌস আলম তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শিহাব, ফেরদৌস সরকার শামিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আবুহেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটনসহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেত্রীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। দোয়া শেষে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।