কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে পিএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার বাকশাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ র্সবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার নুরুল ইসলাম। উল্লেখ্য প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও আওয়ামী যুবলীগের ওমান কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক লিটন রানার সৌজন্যে ১৫ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সালাউদ্দিন, সহকারী শিক্ষক মাহমুদা মিতু, শ্যামলী আকতার, রেজাউল করিম, রাঙ্গা মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, কমিটির সদস্য বৃন্দ ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।