পিএইচডির সনদপত্র না পেয়েও পিএইচডিপ্রাপ্ত দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সহকারী অধ্যাপক হিসেবে একজনের নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে।
বিষয়টি তদন্ত করার জন্য বিভাগের সিঅ্যান্ডডি কমিটির সভায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
ওই সভায় একই সাথে তদন্তফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ওই শিক্ষকের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।