ঠাকুরগাঁও: জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এঘটনায় কমপক্ষে ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের চৌরাস্তা মোড়ে শুরু হওয়া সংঘর্ষ সোয়া ১২ টা পর্যন্ত চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।