ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেসরকারী স্বাস্থ্য সেবা সংগঠন লুথার্ন এইড টু মেডিসিন ইন বাংলাদেশ (ল্যাম্ব) এর পক্ষ থেকে রোববার (৩০ অক্টোবর) স্থানীয় প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনএফপিএথর সহযোগিতায় মহিলাদের প্রসব জনিত জটিলতায় সৃষ্ট ফিস্টুলা রোগ নির্ণয় ও তা নিরাময়ের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। প্রেসক্লাবের আহবায়ক আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন– ল্যাম্ব ফিস্টুলা নির্মূল কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার মাহতাব উদ্দীন, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ডা.সোনিয়া আখতার, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ মাহিনুর রহমান, জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম, মনিটরিং কোঅর্ডিনেটর সাদিয়া আখতার ও সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক প্রমুখ।সংগঠনের কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উল্লাপাড়া অঞ্চলের গরীব পরিবারের ফিস্টুলা আক্রান্ত নারীদের বিনামূল্যে ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার বিষয় জানান