জিটিবি নিউজ বিনোদন: পারভীন সুলতানা দিতির কথায় স্পষ্ট তেমন কিছুই জানা গেল না। গতকাল সকালে যখন ফোনে কথা হয় তখন তিনি শুধু এতটুকু বললেন, চারদিন হসপিটালে ঘুরে ঘুরে আজ দুপুরের ফ্লাইটে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। আর বেশি কিছু বলতে পারবো না। সবাই আমার জন্য যেন একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আমি যেন সবার মাঝে সুস্থ হয়ে ভালো হয়ে ফিরে আসতে পারি। এরপর আর তেমন কিছুই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারেননি দিতি। বললেন, সুস্থ হয়ে ফিরে আসি, ইনশাল্লাহ তখন কথা হবে। দিতি গতকাল দুপুরে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে রওনা হয়েছেন। সঙ্গে আছেন তার মেয়ে লামিয়া। এদিকে তার ছেলে দীপ্ত কানাডা থেকে মায়ের সঙ্গে ঈদ করতে এসেছেন। কিন্তু মা অসুস্থ। তাই মায়ের কাছে চেন্নাই যেতে তিনিও ভিসার জন্য চেষ্টা করছেন। ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। যে কারণে ঈদে তেমন কোনো কাজই করতে পারেননি। ঈদের দিনটিও পরিবারের সঙ্গে তেমন ভালো কাটেনি তার। ঈদের দিন যখন দিতির সঙ্গে কথা হয় তখন তিনি বলেছিলেন, এবারের ঈদ কীভাবে কাটছে জানি না। দিতির জন্য তার ভক্ত এবং দেশবাসী যেন দোয়া করেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এমনটাই আশা করছেন চলচ্চিত্রাঙ্গনের সবাই। উল্লেখ্য, এরইমধ্যে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। দুটি নাটকেরই রচয়িতা রুদ্র মাহফুজ। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ চলচ্চিত্রের কাজ করছিলেন।