প্রতাপ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে জোরপুর্বক হ্যান্ডকাপ সহ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদককে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে। ছিনতাই হওয়া ওই জামায়াত নেতার নাম আলাউদ্দিন আল আজাদ। সে ভেংড়ী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাস ও নাশকতায় ১৬টি মামলা রয়েছে। এ বিষয়ে মামলা হলে ইতোমধ্যেই কয়েকজন জামাত কর্মী আটক হয়েছে। তবে মূল আসামী গ্রেফতারের খবর নেই। সত্যি অবাকের ব্যাপার হল- যে জামাত আলীগের চির শত্রু সেই আলীগের লোকেরা কীভাবে জামাতের বন্দী নেতাকে ছিনতাই করতে সহযোগীতা করে। দেশে এমন ঘটনা বিরল বলা যায়।