প্রতাপ প্রতিনিধি : উল্লাপাড়ায় নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৬টি মাদ্রাসা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাদ্রাসাগুলোতে বইছে উন্নয়নের জোয়ার। প্রতিটা সেক্টরেই বর্তমান সরকারের সুদৃষ্টি ও অফুরন্ত অবদান যুক্ত হচ্ছে। উপজেলায় নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৬টি মাদ্রাসা। মাদ্রাসাগুলো হলো, উল্লাপাড়া কামিল মাদ্রাসা, উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, চড়নাইমুড়ী বালিকা দাখিল মাদ্রাসা, খোর্দ গজাইল দাখিল মাদ্রাসা, প্রতাপ দাখিল মাদ্রাসা ও রামনগর ইসরাতুল উলুম দাখিল মাদ্রাসা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর মোয়াজ্জেম হুসাইন স্বাক্ষরিত ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখের এ সংক্রান্ত একটি পত্র উল্লিখিত মাদ্রাসাগুলোর কর্তৃৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই পত্রে ‘নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ণ প্রকল্পের’ আওতায় প্রতিটি মাদ্রাসায় ১১০ ফুট দীর্ঘ ও ৫৫ ফুট প্রস্থের চারতলা বিশিষ্ট একটি করে একাডেমিক ভবন নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে