রামকৃষ্ণপুর ইউনিয়নে সচেতনতা সমাবেশ

Spread the love

সোহেল রানা সোহাগ: সিরাজগঞ্জের উল্লাপাড়াতে শিক্ষা সচেতনতা বৃদ্ধি,বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলজিএসপি -৩ প্রকল্পের অর্থায়নে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোর সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় শুক্রবার বিকেলে দবিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শিক্ষা সচেতনতা বৃদ্ধি,বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ক ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. ৬৫ সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মারুফ-বিন-হাবিব,উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ, সলঙ্গা থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, বাঙ্গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা সোহেল প্রমুখ। এ সমাবেশে শিক্ষা সচেতনতা বৃদ্ধি,বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনায় অনুষ্ঠানে ৫টি স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে ১ হাজার ৬শত টিফিন বাটি, ৫টি স্কুলে ৫০টি সেলিং ফ্যান ছাড়াও মহিলাদের জন্য শেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD