আমশরা সংবাদদাতা : চরমপন্থি অধ্যুষিত তাড়াশে নিষিন্ধ ঘোষিত কথিত পূর্ব বাংলা সর্বহারা পার্টির নারী- পুরুষ সদস্যদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।’ সন্ধার পর থেকে তাড়াশের হাট -বাজার রাস্তা,ঘাটে তেমন বেশী মানুষ পাওয়া যায় না। তবে থানা পুলিশ বলছে, সর্বহারা পার্টির নামে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়াচ্ছে দুর্বৃত্তরা। স্থানীয় সূএে জানা গেছে, দেশী গ্রাম ইউনিয়নের গুড়পিপুল, ক্ষীরসিন, দোগাড়িয়া,বারুহাস ইউনিয়নের রানিদিঘি গুল্টাসহ বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন বাড়িতে রাতের আঁধারে সর্বহারা পার্টির লোকজন পুলিশের নাকের ডোগায় বসে হানা দিচ্ছে। গ্রামের লোকজনকে মারধর করে গণহারে চাঁদা দাবি করছে। পুলিশ দেখেও দেখছে না। এভাবে এলাকার সাধারণ জনগণের মধ্যে আতংক ছড়িয়ে দিচ্ছে সর্বহারার সদস্যরা।
গুল্টা,গুড়পিপুল,ক্ষীরসিনসহ বেশ কয়েক গ্রামের লোকজন জানান,বারুহাস ও দেশীগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত বিভিন্ন গ্রামে সর্বহারা পার্টির আনাগোনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আশঙ্কা বিরাজ করছে। পার্টির সদস্যরা তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। এদের কেউই ভয়ে মুখ খুলছে না। সন্ধার পর গুল্টা বাজার থেকে বেরখাড়ি হয়ে তাড়াশ বাজারে আসতে চায় না অনেক অটভ্যান চালক। বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন ও দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সর্বহারা পার্টির আনাগোনা বিষয়টি নিশ্চত করে জানান, দোগাড়িয়া, রানিদিঘি, ও গুড়পিপুল,ক্ষীরসিন গ্রামের ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন। তবে তারা জোড়দার র্যাব-পুলিশের তৎপড়তার উপর গুরুত্বারোপ করেন।