সিংড়া প্রতিনিধি : অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সিংড়া থানা পুলিশের সাথে উপজেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে সিংড়া থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারী দাস, ওসি (তদন্ত) নেয়ামুল আলম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
