শাহজাদপুর প্রতিনিধি : গত সোমবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) শাহজাদপুর উপজেলা কমিটির সাধারণ সভা দলের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।শাহজাদপুর উপজেলা জাসদ সভাপতি শফিকুজ্জামান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক ও লেখক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম। সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি আবু বকর ভ্ুঁইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা জাসদের মহিলা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা কমিটির সহ-সভাপতি সৈয়দা নাসিমা জামান,জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক,দফতর সম্পাদক আলতাফ হোসেন(ছানা মাস্টার) পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাসদ নেতা মির্জা আলী আশরাফ বাচ্চু প্রমুখ। সভায় বর্তমানে জাতীয়-আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সাংগঠনিক বিষয়ে ব্যাপক আলোচনা ও গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।।
