স্টাফ রিপোর্টার: চলনবিলের তাড়াশে গ্রাম আদালত বিষয়ে ব্যপক প্রচারণা চালাচ্ছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। উপজেলার মোট আটটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গ্রাম আদালতের কর্মসূচিতে চলতি সেপ্টেম্বর মাসে উঠান বৈঠক করা হচ্ছে। ইউনিয়ন পরিষদে বসে গ্রাম আদালত সহকারীগণ সাধারণ জনগণ তথা ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণকে আইনী সহায়তা-পরামর্শ দিচ্ছেন প্রতিনিয়ত। প্রতিটি ইউনিয়নে জনসমাগম এলাকায় গ্রাম আদালতের নাটক প্রদর্শন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতৃবর্গ, গণ্যমান্য, শিক্ষক, ডাক্তার ও স্থানীয় মুরুব্বীদের নিয়ে কমিউনিটি মত বিনিময় সভা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কিনা তা মনিটরিং করার জন্য প্রতি তিন মাস অন্তর গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভার আয়োজন করা হচ্ছে। তাছাড়া গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা ক্ষেত্রে তাড়াশের অনান্য এনজিওগুলোও খুব আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানা গেছে।

Exif_JPEG_420