চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষন চেষ্টার অভিযোগে সজিব হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত যুবক চাটমোহর দোলং গ্রামের হজরত আলীর ছেলে।গত বুধবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে সজিব হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আসামীকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটমোহর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানায়, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মোহাম্মদ আলীর কলেজ পড়–য়া মেয়ে (১৮) কে প্রেমের ফাঁদে ফেলে পাশ্ববর্তী দোলং গ্রামের হজরত আলীর ছেলে সজিব হোসেন। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ সেপ্টেম্বর উপজেলার কাটেঙ্গা গ্রামে সজিবের এক আত্মীয়ের বাড়িতে মেয়েটিকে নিয়ে যায় এবং ধর্ষণের অপচেষ্টা করে।