প্রতাপ প্রতিনিধি : গত মঙ্গলবার দুপুর ১২টার সময় চলনবিলের উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের তেলীপাড়া গ্রামে মোঃ আবু হানিফ প্রাং এর ছেলে মোঃ জুয়েল রানা (১৫) নামের যুবক পুকুরে গোছল করতে নেমে মারা যায়। প্রত্যক্ষসুত্রে জানা যায় যে,ঈদের আগের দিন উক্ত গ্রামের পুকুরে ৭/৮ জন যুবক গোছল করতে নামে।
গোছল শেষ করে সবাই উঠে এসে লক্ষ্য করে জুয়েল রানা নেই। তখন সবাই বলাবলি করতে থাকে যে জুয়েল আমাদের সাথেইতো গোছল করতে ছিল, এখন তাকে দেখছি না কেন। তবে কি ও পুকুরে ডুবে গেছে? এ রকম করতে করতে সারা গ্রামের মানুষ পুকুরের চার পার্শে এসে জমা হতে থাকে। এক পর্যায়ে জাল, রশি, দিয়ে বা অনেকে পানিতে নেমে ডুব দিয়ে খুঁজতে থাকে।কিন্তু দির্ঘ সময় ধরে খুজে যখন না পায়, তখন সবাই পুকুরের পাড়ে উঠে আসে। কিছুক্ষন পর জুয়েলের মৃত লাশ ভেসে উঠে। নিশ্চিত হওয়ার জন্য সিরাজগঞ্জ রোডস্ত একটি প্রাইভেট ক্লিনিকে নিলে ডাঃ তাকে মৃতু ঘোষণা করেন। সবাই চিন্তা করছে যে এত বড় ছেলে কিভাবে ডুবে মারা গেল। ঐ দিন সন্ধা ৭টার সময় নওগাঁ শাহী কবরস্হানে তাকে দাফন করা হয়। ছেলেটি প্রতাপ দাখিলী মাদ্রসায় ৮ম শেনীতে লেখাপড়া করতো। প্রতাপ মাদ্রসার শিক্ষকগন বলেন, ছেলেটি মেধাবী ছাত্র ছিল। ওর বাবা মায়ের আশা ছিল, ওকে আলেম বানাবে। কিন্তু মহান বিধাতা তাদের আশা পূরণ করলেন না।