গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় মধ্যম পাড়া মহল্লার রেজাউল করিম মাষ্টারের বাড়ীতে তালা ভেঙ্গে ২ লাখ টাকার গহনা ও নগদ ৪ লাখ ১০ হাজার টাকা চুরি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,গত শুক্রবার রাত ৮ টা থেকে ৯টার মধ্যে রেজাউল করিম স্বপরিবারে চাঁচকৈড় কাচারী পাড়া শ^শুর বাড়ী অবস্থানকালে ওই চুরি সংঘটিত হয়। স্থানীয় অনেকের ধারনা, ওই অল্প সময়ের মধ্যে চেনাজানা এবং কাছের কেউ এ চুরির ঘটনা ঘটিয়েছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।