নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালিদাসনিলী গ্রামে পুলিশ মোতায়েন করে ঈদের নামাজ আদায় করা হয়েছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের ওই গ্রামের ঈদ মাঠের ইমাম নিয়োগ করা নিয়ে গত কয়েক দিন ধরে গ্রামবাসীর মধ্যে বিভক্ত ও ব্যাপক উত্তেজনা ছিল। এ নিয়ে সেখানে ব্যাপক সংঘর্ষ হতে পারে। এ আশংকায় গত বুধবার সকাল থেকে সেখানে তাড়াশ থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।