চাটমোহর ও সিংড়া প্রতিনিধি : চাটমোহরে গতকাল গত শুক্রবার সকাল ১১টার দিকে রাব্বি হোসেন নামে চার বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের ইসলাম ব্যাপারীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকালে বাড়ির উঠানে ধান ওড়ানোর চালুন নিয়ে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় চালুনটি পাশের একটি পুকুরে পড়ে গেলে এটি তুলতে গিয়ে পুকুরের পানিতে পা পিছলে পড়ে যায় রাব্বি। পরে স্বজনরা রাব্বিকে খোঁজাখুঁজি করে না পেয়ে সকাল ১১টার দিকে পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। অপরদিকে সিংড়ায় নৌকাডুবিতে আবুল শাহ (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত আবুল শাহ উপজেলার রাখালগাছা গ্রামের মৃত হাসান শাহের পুত্র। জানা যায়, শনিবার বিকেলে উপজেলার শৈলমারী ঘাটে নৌকা পারাপারের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় দিনমজুর আবুল শাহ নিখোঁজ হয়। পরে অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ডুবুরিরা এসে তার লাশ উদ্ধার করে।
