চাটমোহর প্রতিনিধি : শেষ মহুর্তে মফস্বল শহর চাটমোহরসহ চলনবিলের সর্বত্র ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে। আনন্দের দিনে বর্নিল সাজে সাজতে পছন্দের পোশাক নিতে ক্রেতারা ভিড় করছেন বিপনী বিতান গুলোতে। মনকড়া পোশাকের পশরা সাজিয়েছেন দোকানীরা। টেইলার্স গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভীড় লেগেই আছে। তৈরি পোশাকের জন্য টেইলার্সে এতো ভীড়। অনেক টেইলার্সে আর অর্ডার নেয়া হচ্ছে না। দর্জিরা দিনরাত কাজ করছেন। বিপনী বিতান গুলোতে ছোটদের পোশাকেই বেশি বিক্রি হচ্ছে।
চাটমোহরে শাড়ি ও গহনার দোকানেই বেশ ভীড়। কসমেটিকস দোকান গুলোতে তরুনী ও গৃহিনীদের ভীড় ক্রমেই বেড়েছে। জুতার দোকান গুলো এখন জমজমাট। দোকানী ও কর্মচারীর দম ফেলার সুযোগ পাচ্ছেন না। রকমারী জুতা, সেন্ডেলের পশরা সাজানো হয়েছে। ক্রেতারা অভিযোগ করেছেন, ঈদের কারণে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে নিচ্ছেন দোকানীরা। দোকানীরা এ অভিযোগ অস্বীকার করে বলছেন, তারা যে দামে পণ্য কিনে আনেন, সে অনুপাতেই বিক্রি করছেন। অনেকে নিজ পছন্দ মতো ডিজাইনও এমব্রয়ডারির কাজ করছেন বুটিক হাউজ গুলোতে।
চাটমোহরে পৌর শহরে মির্জা মার্কেটের টাইল টেইলার্সের সত্বাধিকারী উজ্জল কুমার জানায়, সব কিছুর দাম বেড়েছে, দর্জিদের মজুরিও বেশি, তাই এবার দাম একটু বাড়তি। বিচিত্রা সপিং কসমেটিকসের সত্বাধিকারী বিশ্বজিৎ জোয়াদ্দার মিঠুন জানায়, ইমিটেশনের গহনা, সুগন্ধিই বেশি বিক্রি হচ্ছে। সোনার দোকান গুলোতে উচ্চ বিত্তরা গহনা বানাতে ভীড় করছেন। দরিদ্ররা ছুটছেন ফুটপাতের দোকান গুলোতে। সব মিলিয়ে মফস্বল শহর চাটমোহরে ঈদের কেনাকাটা জমে উঠেছে।
