খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করেছে কয়েকজন হামলাকারী। পানছড়ি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত জয়নাথ দেবকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই দলের স্থানীয় তিন নেতাকে আটক করেছে পুলিশ। পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিজয় মেলায় যাওয়ার পথে মুখোশ পরা একদল সন্ত্রাসী জয় নাথের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। বাহার মিয়া বলেন, এই ঘটনার তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতা ও তার অনুসারীদের দায়ী করেছেন। ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে রাতেই পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ সদস্য যুবলীগ নেতা মো. আবদুল জব্বার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ও যুবলীগ নেতা মো. মনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কারা বা কী কারণে হামলা করেছে এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। পানছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি নূতন ধন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান কবির সাজু ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।