রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবান রোয়াংছড়িতে বই বিতরণ উৎসব-২০১৮ উদ্যাপিত হয়। আজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) ক্যসাইনু মারমা, ভাইস চেয়ারম্যান (মহিলা) মাউসাং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্মকর্তা, ১নং রোয়াংছড়ি ইউপি’র চেয়ারম্যান চহ্লামং মারমা, রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উচহ্লা মারমা ও বিদ্যালয় ম্যানেজিন কমিটির সভাপতি অংশৈমং মারমা প্রমুখ। জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবটি আরম্ভ করা হয়। অনুষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন করা হয়। ঝড়েপড়া শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়ায় রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উচহ্লা মারমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ গ্যাপন করে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই বিতরন করেন মোঃ দিদারুল আলম, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার।
