ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের পাশে পান্থপথের সামনে সড়কদ্বীপে বাঘের কয়েকটি ভাস্কর্ষ বসানো আছে। এগুলো বসানো হয়েছিল বাংলাদেশ যখন ক্রিকেট বিশ্বকাপের যৌথ আয়োজক হয়। সেসবেরই একটি ভাস্কর্য উপড়ে পড়ে গেছে। এর নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক ভ্যানচালক।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, বাঘের ওই ভাস্কর্যটির পাশে ঘুমিয়ে ছিলেন হতভাগ্য সেই ভ্যানচালক। কিন্তু রাত ৩টা ৫৫ মিনিটের দিকে ভাস্কর্ষটি হঠাৎ করেই কাত হয়ে পড়লে তার নিচে চাপা পড়েন তিনি।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।