জিটিবি নিউজ : বিচার বিভাগের নিম্ন আদালতে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১৮ জন বিচারক। পদোন্নতি প্রাপ্তরা সিনিয়র সহকারী জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সমসমর্যাদার পদে কর্মরত আছেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে উপসচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তদের ২০ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়েছে।