সিরাজগঞ্জে ৭ ডিগ্রি তাপমাত্রায় খোলা প্রাথমিক বিদ্যালয়

Spread the love
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহঃ সিরাজগঞ্জের তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে আবারও ৭ দশমিক ৭ ডিগ্রিতে অবস্থান করছে। তবে রোববার সকাল থেকে সূর্যের দেখা মিললেও রয়েছে হিমেল হাওয়া। এদিন মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে।
গতকাল রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার (২৭ জানুয়ারি) ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। 
বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল চলনবিল বার্তাকে বলেন, সকাল ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় কিছুটা কমে সেটা ৭ দশমিক ৭ ডিগ্রিতে দাঁড়িয়েছে। 
তিনি চলনবিল বার্তাকে বলেন, সকাল থেকেই আকাশে সূর্যের দেখা মিলেছে। তবে আজকে শীত একটু বাড়লেও আগামীকাল থেকে আবার কমবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের হিসেবেও তাপমাত্রা গতকালের চেয়ে আজ আরও এক ডিগ্রি কমেছে। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম চলনবিল বার্তাকে বলেন, আজ সকাল ৬টায় ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এই মাসজুড়ে আবহাওয়া প্রায় এমনই থাকতে পারে, এরপর তাপমাত্রা বাড়বে।
এদিকে জেলায় মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হলেও ক্লাস চালু রয়েছে সব প্রাথমিক বিদ্যালয়ে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী চলনবিল বার্তাকে বলেন, জেলায় আজ তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে রয়েছে। ফলে যেহেতু তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা আছে তাই জেলার মাধ্যমিক স্তরের সর্বমোট ৫৮৪টি (দাখিল মাদরাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকালের তাপমাত্রা দেখে আবার পরবর্তী দিনের ছুটি নির্ধারণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান চলনবিল বার্তাকে বলেন, আবহাওয়া কম থাকলেও আকাশে সূর্য থাকায় আজ ক্লাস চালু রাখা হয়েছে। আসলে দিনে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। এদিকে ছুটি দিয়ে রাখলে শিক্ষার্থীদের পড়াশোনা নষ্ট হয় তাই আজ জেলার মোট ১ হাজার ১৬৭১টি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD