স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন দৈনিক বাংলাদেশ সময় সম্পাদক তাড়াশের কৃতি সন্তান ড. মোস্তাাফিজুর রহমান যিনি মিঠুন মোস্তাফিজ নামে বহুল পরিচিত। গত রোববার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব, লেখক, গবেষক মোস্তাাফিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি সংসদীয় এলাকা ৬৪, সিরাজগঞ্জ-৩ ( তাড়াশ-রায়গঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে আশা করা হচ্ছে।
আওয়ামী লীগের তরুণ নেতৃত্বের পছন্দের তালিকায় সামনের সারিতে রয়েছেন ড. মোস্তাাফিজুর রহমান। তিনি দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এসময়ের সবচেয়ে প্রতিভাবান ও উচ্চশিক্ষিত তারকা ব্রডকাস্ট সাংবাদিক মিঠুন মোস্তাফিজ নামে খ্যাত। দৈনিক বাংলাদেশ সময়ে যোগদানের আগ পর্যন্ত বৈশাখী টেলিভিশনের জেষ্ঠ্য সাংবাদিক ও কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক হিসেবে সম্প্রতি তিনি যোগ দিয়েছেন। বহুমূখী গুণ সম্পন্ন, তরুণ এই সাংবাদিক নতুন প্রজন্মের টেলিভিশন সাংবাদিকদের কাছে নানা কারণেই অনুকরণীয়। কেননা, দেশের সীমানা ছাড়িয়ে ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পেশাগত মর্যাদা ও সম্মান অর্জন করেছেন ।
মনোনয়পত্র গ্রহণ করে ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি সাধারণ মানুষের জীবনের কথা বলে সাংবাদিক হয়েছি। এই পেশাই আমাকে রাজনীতিতে এনেছে। জাতির জনকের কণ্যা তার রাজনীতি ও রক্তে উত্তরাধিকার আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত করেছেন। তার নির্দেশনায় আমি জনসেবায় আত্ম নিয়োগ করতে চাই। তিনি মনোনয়ন দিলে আমি আমার নির্বাচনী এলাকায় নিবেদিত প্রাণে কাজ করে যাবো’।