গুরুদাসপুর প্রতিনিধি ঃ চলনবিলের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় ১৫টি বিলের পানি আটকিয়ে মাছ শিকার করায় পানির প্রবাহের বাধার সৃষ্টি হওয়ায় ৫পাঁচ হাজার হেক্টর আমন ক্ষেতের জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে ।
এ ব্যাপারে লিটন সরদার ও লিয়াকত আলি নামের দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার সমাধান চেয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে শতাধিক কৃষকের ¯¦াক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেনে ভূক্তভোগী কৃষক ওবায়দুল হক নামের এক জন কৃষক ।
জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্থ ভূক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা যায় ,উপজেলার দক্ষিন চলনবিলের চাকল এবং টেংরা গাড়ি বিলের মাঝে পানি উন্নয়ন বোর্ডের ৮০ একর জলাভ’মি রয়েছে । গত মার্চ মাসের প্রথমার্ধে সোনাবাজু গ্রামের প্রভাবশালী লিয়াকত আলি সরদার ওলিটন সরদার এক বছর মেয়াদে পানি উন্নয়ন বোর্ডে কাছ থেকে বিলের উন্মুক্ত ওই জরাশয় ইজার নেন ।এখন বিল থেকে বর্ষা পানি নামতে শুরু করায় ইজার গ্রহনকারিরা বিলের পানি নিস্কাশনের একমাত্র পথ তুলসি গঙ্গা নদি জুড়ে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন । নদির শিধুলির পশ্চিম পাড়া ব্রীজ সংলগ্ন জায়গায় ওই বাঁধ স্থাপন করা হয়েছে । বাঁধে বাধাপ্রাপত হয়ে পানি নামতে না পাড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা । ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার ।মাঠের পর মাঠ পাকা- আধা পাকা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পচে নষ্ট হচ্ছে । তাছাড়া সময়মত পানি নামতে না পাড়ায় এলাকার ঐতিহ্যবাহী অর্থনৈতিক ফসল বিনা চাষে রসূন চাষ সহ রবি শষ্য চাষ বাধাগ্রস্ত হচ্ছে ।