শাহজাহান আলী : তাড়াশে জামায়াত বিএনপির ৩৪জন নেতা- কর্মীর নামে পুলিশের মামলা দায়ের করা হয়েছে। মামলার পর জামায়াত বিএনপির” নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়ি বাড়ি পুলিশী অভিযান চালিয়ে ভাংচুর করছে। পুলিশের তল্লাশির মুখে গ্রেফতারের ভয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্র দলের সভাপতিসহ ২জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, এস আই মাজিদুর রহমান বাদী হয়ে বুধবার বিশেষ ক্ষমতা আইনে ৩৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৩৫/৪০ নামে তাড়াশ থানায় মামলা দায়ের করে। পরে বুধবার রাতেই অভিযান চালিয়ে পৌর এলাকার তাড়াশ দক্ষিন পাড়া নিজ বাসভবন থেকে উপজেলা ছাত্র দলের সভাপতি রাজীব আহম্মেদ মাসুম (৩৩) ও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফকির (৪০)কে গ্রেফতার করে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিএনপির দাবি, এসব মামলার একটিরও কোন ভিত্তি নেই। আজগুবি এবং ভুতুড়ে অভিযোগে মামলা করেছে পুলিশ। রাজপথে আন্দোলন, মিছিল-মিটিং-ভাঙচুর নেই। তারপরও একের পর এক মামলা। তবে কবে কখন এসব ঘটনা ঘটেছে তা কারও জানা নেই। শুধুমাত্র মামলার এজাহার হাতে পাওয়ার পর আসামিরা জানছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ। এ মিথ্যা মামলায় তাড়াশের প্রখ্যাত সাংবাদিক শাহজাহান আলীকে আসামী করায় তাড়াশ রিপোটার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুখ আহম্মেদ, সেক্রেটারী খন্দকার আঃ বারিসহ সকল সাংবাদিকগন নিন্দা জানিয়েছেন। তাড়াশে জামায়াত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় জামায়াতের আমীর খ.ম সাকলাইন,বিএনপির সেক্রেটারী আফছার আলীসহ যুবদল শ্রমিকদল স্বেচ্ছাসেবক দল তীব ্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ছাত্রদলের সভাপতি মাসুমসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির আবেদন জানিয়েছেন।
