হাদিউল হৃদয়: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গত ৮ নভেম্বর বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর (রবিবার) একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য এলাকার মত নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে স্মার্ট কার্ড বিতরণ হলেও তাড়াশ উপজেলায় নির্বাচনের আগে স্মার্ট কার্ড পাচ্ছেন না নতুন ভোটাররা। ২০১৩ সালের পর যারা ভোটার তালিকায় যুক্ত হয়েছেন তাদের ২০১৮ সালের মার্চ মাস থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিবে নির্বাচন কমিশন। ঐ দফায় স্মার্ট এনআইডি পাচ্ছেন না তাড়াশের নতুন ভোটাররা।তবে প্রাথমিকভাবে তাদের লেমিনেটেড কার্ড দেওয়ার কথা থাকলেও তাড়াশ উপজেলার নতুন ভোটাররা বঞ্চিত দুটো থেকেই। এ ব্যাপারে মুঠোফোনে তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা বিলকিস জানান,স্মার্ট কার্ড এখনও আসেনি; আপাতত কেউ স্মার্ট কার্ড পাচ্ছে না।তবে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন।