ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় মাদক ব্যসায়ীর দেহ তল্লাশির সময় পুলিশের সামনেই ইয়াবা খেয়ে ফেলে শাকিল আহমেদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী।
গত শুক্রবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল পৌর সদরের কুমড়াডাঙ্গা মহল্লার ইসমাইল সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এএসআই সাজেদুল ইসলাম ও রাজু আহমেদ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পৗর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শাকিলকে আটক করে তার দেহ তল্লাশি শুরু করে। এসময় তার কাছে থাকা কাগজে মোড়ানো আট পিচ ইয়াবার মধ্যে ৩ পিস ইয়াবা পুলিশ ও স্থানীয়দের সামনেই সে খেয়ে ফেলে। এতে সে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়। এস আই সুভাষ জানান, ‘আটক শাকিল একাধিক মাদক মামলার আসামী। রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পরে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।