রায়গঞ্জ প্রতিনিধি : রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেন। রায়গঞ্জের এই মেলার পরিদর্শন করেন স্থানীয় এমপি আলহাজ্ব গাজী ম. ম আমজাদ হোসেন মিলন, উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূসরাত আজমেরী হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।। উন্নয়ন মেলায় রায়গঞ্জ প্রেসক্লাবসহ সরকারের বিভিন্ন দপ্তরের ৩৮টি স্টল রয়েছে।
