গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর আত্রাই নদের ওপর সেতু নির্মানের দীর্ঘ পাঁচ বছরেও দুই পার্শে¦র সংযোগ সড়ক নির্মান করা হয় নাই । ফলে সেতুর দুই পাশের ঢালু ও কাঁচা মেঠো পথ পাড়ি দিয়ে রিক¥া-ভ্যান সহ যানবাহনগুলিকে সেতুর ওপর উঠতে বহু কষ্ট পোহাতে হচ্ছে । বৃষ্টি হলে ঢালু মাটির রা¯তা পিচ্ছিল হওয়ায় দুর্ভোগ আরো বেড়ে যায় । বাড়ে জীবনের ঝুঁকি । কাঙ্খিত সুফল পাচ্ছে না যোগাযোগ সুবিধা বঞ্চিত মানুষ ।
গুরুদাসপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়,চলনবিল অধ্যুসিত বিয়াঘাট ও খুবজিপুর ইউনিয়ন পরিষদের এবং উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর ত্রি মোহনায় আত্রাই নদের ওপর ৯০ মিটার দৈর্ঘ্য সেতুর নির্মান কাজ ২০১৩ সালের ১মার্চ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস । ২০১৫ সালে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয় । নাটোরের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘ মেসার্স ইসলাম কনসস্ট্রাকশন ’ সেতুটির নির্মান কাজ করে । দরপত্রে সেতুর উভয় পার্শে¦ ৫০ মিটার করে সংযোগ সড়ক নির্মান করার কথা থাকলেও ওই ঠিকাদারী প্রতিষ্ঠান তা নির্মাণ না করেই সেতুটি এলজিইডি কর্তৃপক্ষের কাছে হ¯তান্তর করে । এরপর উভয় পাশে সংযোগ সড়ক আর নির্মাণ হয় নাই । এর ফলে সেতু ব্যবহারকারী পথচারী ও যানবাহনসমূহের দুর্ভোগ বেড়েই চরেছে যার প্রতি কারো কোন নজর নেই।
