গুরুদাসপুর প্রতিনিধি : সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চাঁচকৈড় শাখার আয়োজনে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতাধীন প্রায় ৩ হাজার সদস্যের মাঝে বিনামূল্যে একটি করে ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
‘‘সবুজে বাঁচি সবুজ বাঁচাই-নগর প্রাণ প্রকৃতি সাজাই”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত সোমবার বিকেলে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে বৃক্ষের ওপর গুরুত্বারোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক এভিপি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি চলনবিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম আলী আক্কাছ, ব্যাংকের প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিনিয়র ফিল্ড অফিসার মো. আলতাফ হোসেন ও ফিল্ড অফিসার মো. হাবিবুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।